কেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ১০ দিন বন্ধ জেনে নিন আসল কারণ

 


মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগামী ১০ই জানুয়ারী পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ঘোষণায় কুয়ালালামপুরের আমপাং শাখার পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। 


গত বৃহস্পতিবার (৩১শে ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এর অফিসিয়াল ফেসবুক পেইজের একটি পোস্টে জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণার কথা জানানো হয়েছে।


জানা গেছে, আমপাংস্থ হাইকমিশনে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার পর সরকারি নিয়ম অনুযায়ী তাদের কোয়ারেন্টিন সহ অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।


ঐ ফেসবুক পোস্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে হাইকমিশনের সকল কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা আরও দ্রুত এবং যথাসময়ে পাসপোর্ট সেবা প্রদান করা হবে।


সেই সাথে যারা পাসপোর্ট নেয়ার জন্য নির্দিষ্ট তারিখ পেয়েছেন তাদেরকে নতুন করে নির্ধারিত তারিখ নেয়ার প্রয়োজন হবেনা বলেও জানানো হয়েছে।


এক্ষেত্রে ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে নতুন এপয়েন্টমেন্টের দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে অবহিত করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী ২ এবং ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।


এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১০ জন। 


এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮৮ হাজার ৯৪১ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.